বরিশালে বাবুল হাওলাদার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও বোমা জব্দ করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৮ এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম র্যাব ৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে পানিতে ডুবে র্যাব কর্মকর্তার মৃত্যু
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বরিশালের লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল হাওলাদার ওরফে বোম্ব বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড এমোনেশন, তিনটি তাজা বোমা, বোমা তৈরিতে ব্যবহৃত ৮০০ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, ৫টি লাল টেপ, তিন রঙের ৫ মিটার বৈদ্যুতিক তার, ২ কেজি কাঁচের টুকরো ও বোমা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ১৫২০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জের অসহায় দুগ্ধ খামারিদের পাশে দাঁড়াল র্যাব
গ্রেপ্তার বাবুল স্বীকার করেছে তিনি পেশাদার অস্ত্রব্যবসায়ী ও বোমা কারিগর। বাবুলের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।