বরিশালের উজিরপুরে হৃদয় মোল্লা (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বুধবার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত হৃদয় মোল্লা (১৪) একই পূর্ব নারায়ণপুর গ্রামের শহীদ মোল্লার ছেলে এবং পূর্ব নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
মৃতের স্বজনরা জানান, বুধবার বিকালে একটি বেসরকারি সমিতির মাঠকর্মী জাহিদ হোসেন মৃতের বাবা শহীদ মোল্লার ঘরে কিস্তির টাকা আদায়ের জন্য যান। তবে ওইসময় ঘরে টাকা না থাকায় মৃতের মা ঝুমুর বেগম পার্শ্ববর্তী বাড়িতে যান টাকা সংগ্রহের জন্য।
মৃতের মা ঝুমুর বেগম জানান, কারসা ফাউন্ডেশনের মাঠকর্মী জাহিদকে ঘরের মধ্যে রেখে টাকা জোগাড়ে পাশের বাড়িতে যাই। কিছু সময় পরে এসে দেখতে পাই আমার ছেলে হৃদয় ঘরের দরজার দৌড়ের (চৌকাঠ) সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলে রয়েছে। পরে আমার স্বামী হৃদয়কে উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বরিশালে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কলেজছাত্র নিহত
ঝুমুর বেগমের দাবি তার ছেলেকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছিল।
এদিকে সমিতির মাঠকর্মী জাহিদ হোসেন ওই ঘরে যাওয়ার কথা জানিয়ে বলেন, ঝুমুর বেগম টাকা খুঁজতে যাওয়ায় তিনি অন্য সদস্যদের ঘরে কিস্তির টাকা আদায়ে যান। পরে মৃতের বাবার চিৎকারে তিনিও ওই বাড়িতে গিয়ে হৃদয় বিদারক দৃশ্যটি দেখতে পান।
এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, হাসপাতালে রহস্যজনক মৃত্যুর খবর শুনে হৃদয় মোল্লার লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বরিশালে শিশুর গলাকাটা লাশ উদ্ধার