করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে আটকা পড়া বাংলাদেশিদের মধ্য আর ১২৮ জন মঙ্গলবার দিল্লি থেকে দেশে ফিরেছেন।
এ নিয়ে আকাশ পথে দুই ধাপে ২ হাজারের বেশি বাংলাদেশি দেশে ফিরলেন বলে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশিদের ফেরাতে তৃতীয় ধাপ শিগগিরই শুরু হবে।
নয়াদিল্লি, মুম্বাই ও কলকাতার বাংলাদেশ মিশনের সাথে সমন্বয় করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে।
এর আগে গত ২ মে দুটি স্পেশাল ফ্লাইটে করে দিল্লি ও চেন্নাই থেকে ৩১৮ বাংলাদেশি ফিরে আসেন।
ভারতে ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের কারণে বিভিন্ন শহরে আটকা পড়া অনেক বাংলাদেশি নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, গৌহাটি ও আগরতলার বাংলাদেশ মিশনের সহায়তায় আকাশ ও সড়ক পথে দেশে ফিরেছেন। মিশন আটকা পড়া আরও বাংলাদেশিদের ফেরাতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।