রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘড়িতে ১২টা বাজার সাত মিনিট পূর্বে শহীদ মিনারে পৌঁছান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে অভ্যর্থনা জানান।
পরে রাষ্ট্রপতি চার মিনিট পূর্বে পৌঁছালে প্রধানমন্ত্রী ও উপাচার্য তাকে অভ্যর্থনা জানান।
আবদুল হামিদ ও শেখ হাসিনা অমর একুশের অমর গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বাজানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে একসঙ্গে অগ্রসর হন।
আরও পড়ুন: ভাষা আন্দোলনের পথ বেয়েই এসেছে স্বাধীনতা: প্রধানমন্ত্রী