ভাসানচরে ১৭ হাজার ৭৯৩ জন রোহিঙ্গা শরণার্থীর মাঝে সিলিন্ডার গ্যাস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।
রবিবার (২৭আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ৩৭৯ রোহিঙ্গা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর তত্ত্বাবধায়নে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সম্প্রতি এই সহায়তা দেয় সংস্থাটি।
এতে বলা হয়েছে, গত দুই বছর ধরে কাতার চ্যারিটি রোহিঙ্গা শরণার্থীদের বিভিন্ন সাহায্য করছে। জুলাই মাসে কক্সবাজারে ১ হাজার ৬৩ জন রোহিঙ্গা শরণার্থীকে চিকিৎসা সেবা দিয়েছে সংস্থাটি।
রোহিঙ্গা শরণার্থী নূর ফাতেমা বলেন, ‘আমরা নিয়মিত কাতার চ্যারিটি থেকে সহায়তা পাচ্ছি। যা আমাদের শরণার্থী জীবনে স্বস্তি এনে দিয়েছে।’
এখন পর্যন্ত মোট ২ লাখ ৩১ হাজার ৯৬৬ রোহিঙ্গা শরণার্থীকে বিভিন্ন ধরনের সেবা দিয়েছে বলে দাবি সংস্থাটির।
আরও পড়ুন: ভাসানচরের পথে আরও ৩৭৯ রোহিঙ্গা