বাজারে স্থিতিশীলতা আনতে আগামী তিন মাসের জন্য ভোজ্যতেল আমদানির ওপর ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
সোমবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আমদানিকারক, মিলার, শোধনাগার, পাইকারি বিক্রেতা ও বিভিন্ন বাজার কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, ভারত ভোজ্যতেলের ওপর তিনবার ভ্যাট ও শুল্ক সমন্বয় করেছে এবং তেলের বাজারে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে বাংলাদেশেরও এ ব্যাপারে সমন্বয় করা উচিত।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণ করতে হাইকোর্টে রিট
জসিম উদ্দিন বলেন, সরকারের উচিত বহুল ব্যবহৃত সয়াবিন তেলের দামের হেরফের বন্ধ করতে ভোজ্যতেল আমদানিতে বন্ড চালু করা।
তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী।
এই অবস্থা রোধে এফবিসিসিআই একটি বাজার মনিটরিং সেল গঠন করবে বলে জানান তিনি।
আরও পড়ুন: গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বৈচিত্র্য আনার আহ্বান এফবিসিসিআই সভাপতির