ঢাকা, ১৫ ডিসেম্বর (ইউএনবি)-র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান শীর্ষ সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে একটি পরাশক্তি বাংলাদেশকে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করেছে। এটি ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (শান্তিরক্ষী) মোতায়েনকে প্রভাবিত করতে পারে। আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
শনিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মির্জা ফখরুল বলেন, এটা অস্বীকার করার সুযোগ নাই যে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা বর্তমান চলমান ‘গণবিরোধী’ ও ‘মানবতাবিরোধী’ সরকারের জন্য সমগ্র বিশ্ববাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের বিচারহীন সংস্কৃতি চলতে পারে না।
বিএনপি নেতা বলেন, এমন মানবাধিকার শুধু অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক সরকারের শাসনে হতে পারে...। বিএনপি মনে করে, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সব দায় সরকারকে নিতে হবে। ক্ষমতাকে স্থায়ী করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করার সব দায়িত্ব তাদেরই।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তার অগণতান্ত্রিক শাসনকে টিকিয়ে রাখতে র্যাবকে বিভিন্ন আইনবিরোধী সংস্কৃতির অংশ হতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে রাজনৈতিক সরকারের এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ী করা যাবে না।
যারা একটি ‘অবৈধ’ সরকারের ক্ষমতা রক্ষার জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের বিচারবহির্ভূত সংস্কৃতির প্রবর্তনে ভূমিকা রেখেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, সরকারি কর্মচারী হিসেবে পুলিশ এবং রাষ্ট্রের অন্যান্য সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। এটা ভুলে গেলে চলবে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সম্পূর্ণভাবে আওয়ামী লীগই দায়ী।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শুক্রবার র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ র্যাবের সাবেক ও বর্তমান শীর্ষ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা কর্মসূচির অধীনে দেশটির ট্রেজারি বিভাগ র্যাব, বেনজির আহমেদ ও অন্য ছয় কর্মকর্তাকে এ নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
আরও পড়ুন: র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ‘অগ্রহণযোগ্য’: তথ্যমন্ত্রী