বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মার্চ মাসে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় প্রায় ২৪৮ জন নিহত হয়েছেন। বাংলাদেশ একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে।
বিএইচআরসি শনিবার তার জেলা, উপজেলা, পৌরসভা ইউনিট থেকে সংগৃহীত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তুলনামূলক তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ২৪৮ জনের মধ্যে ১৬৬ জন বিভিন্ন পরিবহন দুর্ঘটনায়, ৩৫ জন অজ্ঞাত কারণে, ১৮ জন পারিবারিক সহিংসতায়, চারজন সামাজিক সহিংসতায়, চারজন আততায়ীর দ্বারা, দু’জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা, দু’জন অপহরণকারীর দ্বারা এবং একজন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) এর হাতে এবং ১৩ জন আত্মহত্যা করে মারা যান।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত