সফররত মালয়েশিয়ার প্ল্যান্টেশন, ইন্ডাস্ট্রি এবং কমোডিটি বিষয়ক মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বিনতে কামারউদ্দিন বলেছেন, মালয়েশিয়া; বিশেষ করে বৃক্ষরোপণ খাতে বাংলাদেশ থেকে আরও বেশি জনবল নিয়োগ করতে আগ্রহী।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ার মন্ত্রী এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের বলেন, বৃক্ষরোপণ খাতে সরকার-টু-গভর্নমেন্ট (জি২জি) চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করা যাবে কিনা সে প্রস্তাব নিয়ে আলোচনা করেন জুরাইদা কামারউদ্দিন।
সফররত মন্ত্রী বলেন, প্রস্তাবিত নিয়োগ পদ্ধতির মাধ্যমে তারা শ্রমিকদের জন্য উপযুক্ত আবাসন ও বেতনসহ মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান এবং নিয়োগ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং ঝামেলা ও হয়রানিমুক্ত করতে চান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, তারা কর্মীদের তদারকি করার জন্য একটি ট্র্যাকিং সিস্টেম চালু করতে আগ্রহী।
আরও পড়ুন: মালয়েশিয়াকে পাম অয়েলের দাম কমানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
এ বিষয়ে জুরাইদা কামারউদ্দিন বলেন, মালয়েশিয়া মনে করে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।
প্রধানমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে।
এসময় মালয়েশিয়ার মন্ত্রী করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
তিনি বলেন, শেখ হাসিনা বিশ্বের সকল নারীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন, কারণ বিশ্বের নারী নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যতম প্রভাবশালী।
শেখ হাসিনা বাংলাদেশে করোনা ভ্যাকসিনেশন সহায়তা প্রদানের জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এসময় মালয়েশিয়ার মন্ত্রী জুরাইদাও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের মৈত্রীর বন্ধন রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী
ডি-৮ এর শক্তিশালী অর্থনৈতিক জোট হওয়ার সক্ষমতা রয়েছে: প্রধানমন্ত্রী