ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-২ এর আওতাধীন ০৫ নং ওয়ার্ডস্থিত মিরপুর সেকশন-১১, এভিনিউ-০৪ এলাকায় রাস্তার পাশে ও ফুটপাতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসি।
বুধবার সকালে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হকের উপস্থিতিতে অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন।
জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা ২৪টি দোকান উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সুবিধা নিশ্চিত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা দিয়েছেন।ি
আরও পড়ুন: রাজধানীর প্রতিটি খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: মন্ত্রী