দেশের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।
আরও পড়ুন: বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
রক্তক্ষয়ী ৯ মাসের যুদ্ধের পরে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের পর ১৯৭১ সালের এ দিনে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
দিবসটি উদযাপনের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংস্থা একাধিক কর্মসূচি পালন করছে। যথাযোগ্য মর্যাদায় দেশ ও বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা দিবসটি উদযাপন করছেন।
আরও পড়ুন: ধর্মের নামে বিভেদ-বিশৃঙ্খলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী
এবার করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমিত পরিসরে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বাংলাদেশ লালন শাহ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দের বাংলাদেশ। এ বাংলাদেশ শাহজালাল, শাহ পরান, শাহ মকদুম, খানজাহান আলীর বাংলাদেশ। এ বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ, সাড়ে ১৬ কোটি বাঙালির বাংলাদেশ। এ দেশ সকলের। এ দেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান- সকল ধর্মের-বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। ‘ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এ দেশের মানুষ প্রগতি, অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে।’
আরও পড়ুন: সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শিল্পীরা চমৎকার কাজ করেছেন: তথ্যমন্ত্রী