মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত ৭টা থেকে সাড়ে ১০ টার মধ্যে ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী আফসার উদ্দিন ভূইয়া ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আক্তারুজ্জামান জীবনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ হয়। ভাঙচুর হয় অর্ধশতাধিক ঘর-বাড়িতে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে নৌকা প্রতীকের পাঁচ সমর্থক। তাদের মধ্যে তিন জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
নৌকা প্রার্থী জানিয়েছেন, হামলায় তার সমর্থক সমর্থক শরীফ, সাইফুল, নাজমুল, বাবু হালদার, মনির ও রমজানসহ বেশ কয়েকজন আহত হয়। তবে এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবন অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, নৌকার লোকজন তার লোকজনের উপর চড়াও হয়েছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে সহিংসতায় শার্শায় আহত ব্যক্তির মৃত্যু
এদিকে হামলায় ককটেল বিস্ফোরণে সময় আতঙ্কে স্ট্রোক করে আব্দুল হক (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত কৃষক আব্দুল হক খাসকান্দির মঞ্জিল হকের ছেলে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, নির্বাচনী সহিংসতার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে দুই সতীন মুখোমুখি, বিপাকে স্বামী
বরিশালে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ভ্যানচালকের মৃত্যু, আটক ৩