মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ জাটকা সপ্তাহের উদ্বোধন করেন মন্ত্রী।
এ উপলক্ষে লৌহজংয়ের পদ্মা তীরে আয়োজিত আলোচনা শেষে পদ্মায় বর্ণাঢ্য নৌর্যালি বের হয়। এতে অংশ নেয়া নৌ যানগুলোতে ‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’ স্লোগানসহ নানা সচেতনতামূলক বাণী স্থান পায়।
এ সময় সংসদ সদস্য, মৎস্য সচিব, নৌ পুলিশ প্রধান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলে সম্প্রাদায়সহ সর্বস্তরের প্রতিনিধিরা অংশ নেয়।
আরও পড়ুন: চিংড়ি উৎপাদন ও রপ্তানি সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
অংশগ্রহণকারীরা পদ্মাসহ দেশের সকল স্থানে জাটকা সংরক্ষণে সজাগ থাকার আহ্বান জানান।
তারা বলেন,আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। জিডিপির এক শতাংশের আয় আসে ইলিশ সম্পদ থেকে।
গত এক বছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন। আয়োজকরা বলছে ইলিশের প্রসার বাড়াতেই এই নৌ র্যালি। পদ্মার বুকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জাতীয় মাছ ইলিশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
আরও পড়ুন: জীবাণু সংক্রমণে সাফারি পার্কে প্রাণীর মৃত্যু ঘটছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী