মেট্রোরেলের টিকিট কাটার সময় ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট মেশিনে দেয়া যাবে না। এছাড়া দেয়া যাবে না পুরনো কোনও নোট।
বৃহস্পতিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা মেশিনে কমান্ড দিয়ে রেখেছি ৫০০ ও ১০০০ টাকা ছাড়া অন্য যেসব নোট রয়েছে সেগুলো দিয়ে টিকিট কাটতে হবে।
তিনি আরও বলেন, ৫০০ ও ১০০০ টাকা নোট ছাড়া এবং পয়সা ছাড়া যে কোনও নোট দিয়ে টিকিট কেনা সম্ভব হবে মেশিন ব্যবহার করে।
আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়া ৩০ শতাংশ কমানোর দাবি আইপিডি’র
তিনি বলেন, কেউ যদি পাঁচটি টিকেট কাটার জন্য মেশিনে টাকা দেন, তাহলে তিনি ৫০০ টাকা দিতে পারবেন। সে ব্যবস্থাপনার জন্য টিকেট কাটার তিনটি মেশিনের একটিকে সেভাবে কমান্ড দিয়ে রাখা হবে। সেখান থেকে একাধিক টিকেট কাটতে হলে, মিনিমাম পাঁচটি টিকিট কাটতে হলে ৫০০ টাকা দিয়ে কাটা সম্ভব হবে।
তিনি বলেন, অনেকেই পুরনো টাকা এবং ৫০০ বা এক হাজার টাকার নোট দিয়ে টিকেট কেনার কারণে মেশিনের সমস্যা দেখা দিয়েছে আজকে। আগামীকাল থেকে আবার এ বিষয়গুলো পর্যালোচনা করবো।
তিনি আরও বলেন, তবে যারা ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দিয়েছিল টিকেট পাননি, তাদের টাকা ফেরত দেয়া হয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে: ডিএমপি কমিশনার