মেট্রোরেলের ভাড়া জনগণের নাগালের মধ্যে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘মানুষ রিকশায় চড়লে কমপক্ষে ২০ টাকা দিতে হয়। সে অর্থে মেট্রোরেলের ভাড়া বেশি না, ভাড়া ঠিক আছে। ঢাকা ও কলকাতার মেট্রোরেলের মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের মেট্রোরেল থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার চেয়ে ভালো। ঢাকার মেট্রোরেল ভালো লাগছে।’
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এমআরটি-৬ এর বাকি কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে।
আরও পড়ুন: গোলাপবাগে সমাবেশ করে বিএনপি ‘অর্ধেক পরাজিত’: ওবায়দুল কাদের
তিনি বলেন, ‘এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে এমআরটি-১ ও এমআরটি-৫-এর কাজও আমরা শুরু করব। এই দুটি এমআরটি লাইন ৩১ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে, যার মধ্যে ২১ কিলোমিটার হবে ভূগর্ভস্থ এবং ১০ কিলোমিটার হবে এক্সপ্রেসওয়ে।’
চট্টগ্রামে মেট্রোরেল সার্ভিস চালু করা যায় কিনা তা জানতে চট্টগ্রামে সম্ভাব্যতা সমীক্ষা করা হচ্ছে বলেও জানান কাদের।
এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্বনির্ধারিত গণমিছিলের দিন তার দলের নেতাকর্মীরা রাজপথে পাহারা দেবেন।
কাদের বলেন, ‘বিএনপি কর্মীরা সহিংসতা করলে আমরা কি ললিপপ খাব? আমরা ১০ ডিসেম্বরের মতো আগামীকালও রাজপথে থাকব।’
কাদের আরও বলেন, ইভিএম ব্যবহার হোক বা না হোক আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে।
তিনি আরও বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার হোক। তবে নির্বাচনের সিদ্ধান্ত আমরা মেনে নেব। এ বিষয়ে কমিশন (ইসি) ড. যা-ই ঘটুক না কেন, আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব।’
আরও পড়ুন: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ: ভেন্যু সমস্যার সমাধানে আশাবাদী ওবায়দুল কাদের
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে মানুষ ভয় পায়: ওবায়দুল কাদের