যাত্রীবান্ধব নিরাপত্তা পরিকল্পনা ও প্রযুক্তিভিত্তিক পুলিশিং ব্যবস্থা গ্রহণ করে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে উত্তরা উত্তর, উত্তরা সেন্ট্রাল ও উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে এমআরটি পুলিশ। এ পর্যন্ত আগারগাঁও, শেওড়াপাড়া ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনসহ ছয়টি স্টেশনের প্রতিটিতে একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে তিন শিফটে মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ১১ জনের একটি টিম।
শনিবার (২১ অক্টোবর) রাজধানীর উত্তরা উত্তর স্টেশনে এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার আরও বলেন, সব মেট্রোরেল স্টেশনে এমআরটি পুলিশ মোতায়েন করা হবে। ট্রায়াল অ্যাসাইনমেন্ট থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে সুরক্ষা পরিকল্পনাটি সংশোধন, যোগ ও বিয়োগ করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, এমআরটি পুলিশ নিরাপত্তা, গতি ও উন্নয়নের কথা মাথায় রেখে মেট্রোরেলের অভ্যন্তরে ও স্টেশনে দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: ফের পেছাল আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেলের উদ্বোধন
এমআরটি পুলিশকে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ৪ নভেম্বর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার পর এমআরটি পুলিশ পুরোপুরি দায়বদ্ধ থাকবে।
ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা বলেন, মেট্রোরেলের নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি স্বাধীন ও বিশেষায়িত এমআরটি পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের মহাপরিদর্শকের অধীনে একজন ডিআইজির নেতৃত্বে ২৩১টি পদ সৃষ্টি করা হয়। পরে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ ও যাত্রীবান্ধব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে আইজিপির নির্দেশে অতিরিক্ত জনবলসহ মোট ৫৩৭ জন কর্মী মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী এমআরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবিরের নেতৃত্বে এই ইউনিটের সদস্যরা বিশেষ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এমআরটি পুলিশ এসবি, এটিইউ, ডিএমপির ক্রাইম ইউনিট, ট্রাফিক ইউনিট, সিটিটিসিসহ পুলিশের অন্যান্য বিশেষায়িত ইউনিটের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে কেউ সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ : ডিএমপি কমিশনার