গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে সহিংসতার জন্য আটক হওয়া ছাত্র অধিকার পরিষদের ২০ জনকে ঢাকার একটি আদালত জামিন দিয়েছেন। রবিবার ভার্চুয়াল শুনানির সময় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস জামিনের এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, এমডি নয়ন, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিসান, মো. সোহেল আহমেদ, শেখ খায়রুল কবির, শোভন হোসেন, গোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম এবং কাজী বাহাউদ্দিন মনির।
আরও পড়ুন: ছাত্র অধিকার পরিষদের নেতা আকরাম গ্রেপ্তার
২৫ মার্চ, মোদির সফরের প্রতিবাদে মতিঝিল শাপলা চত্বরে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ যখন নেতাকর্মীদের বাধা দেয়ার চেষ্টা করে তখন পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মামুনের বিরুদ্ধে চার্জশিট
বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। তখন পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরদিন পুলিশ এই সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করে।