ময়মনসিংহে পৌর শহরে পিত্তথলির পাথর অপারেশনের সময় ভুল চিকিৎসায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনদের প্রতিবাদের মুখে পালিয়ে গেছে ক্লিনিকের মালিক ও কর্মচারীরা।
নিহত রেখা আক্তার (২৯) ত্রিশালের আনিয়া ভাঙ্গুরী গ্রামের মাহাবুব রহমানের স্ত্রী।
আরও পড়ুন: রাজশাহীতে নৌকা উল্টে দুই নারীর মৃত্যু
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পিত্তথলির পাথর অপারেশনের জন্য ১৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা রেখা আক্তারকে ভর্তি করা হয় নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বেসরকারি পেশেন্ট কেয়ার ক্লিনিকে। বৃহস্পতিবার রাত ১টার দিকে পিত্তথলির পাথর অপারেশন করার সময় রোগীর মৃত্যু ঘটে। তখন ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্সে করে নগরী থেকে ১২ কিলোমিটার দূরে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নিয়ে গেলে ওই হাসপাতালের চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন। পরে রোগীর স্বজনরা লাশ নিয়ে পেশেন্ট কেয়ার ক্লিনিকে এসে প্রতিবাদ জানায়।
হাসপাতালের সামনে স্বজনদের প্রতিবাদের মুখে ক্লিনিকে তালা দিয়ে পালিয়ে গেছে ক্লিনিকের মালিক-কর্মচারী।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ১৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীর পিত্তথলির পাথর অপারেশন করা গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকেই ক্লিনিকে তালা দিয়ে পালিয়ে গেছে ক্লিনিকের মালিক-কর্মচারী।
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু