ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জিএমবির) সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। শনিবার ভোরে নগরীর খাগডহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ময়মনসিংহের র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজধানীতে জেএমবি ‘সদস্য’ আটক: র্যাব
তিনি বলেন, শনিবার ভোরে র্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ শহরের খাগডহর এলাকায় অভিযান চালায়। এলিট ফোর্সের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয়। তবে সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর জঙ্গিদের পরাজিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ৮৮ কেজি গাঁজাসহ আটক ৩: র্যাব
কেরানীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২: র্যাব