সিরাজগঞ্জের বেলকুচিতে মঙ্গলবার সকালে যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, মা ইলিশ সংরক্ষণে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর মেহেরনগর ও চরবেল পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে গ্রেপ্তারসহ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
তিনি জানান, মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, সেইসঙ্গে অভিযানে জব্দ হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করাসহ মা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।