যশোরে অভিযান চালিয়ে ৭০ কেজি ৫০০ গ্রাম রুপার অলংকারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শার্শার নাভারণে সাতক্ষীরা মোড় থেকে এসব অলংকারসহ তাদের আটক করা হয়। জব্দ করা অলঙ্কারের বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ টাকার মতো বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আটকরা হলেন— জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসান। তারা দুজনেই উপজেলার বাগআঁচড়ার বাগড়ী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ১৮টি স্বর্ণের বার পাচারকালে ভারতীয় নাগরিক আটক
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদ পাই যে, লিটু ও মেহেদী নামে দুজন ভারত থেকে বিপুল পরিমাণ রুপার বড় একটি চালান নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে একটি বাসে রওনা দিয়েছেন। সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শার্শার নাভারণে সাতক্ষীরা মোড়ে বাসটিকে তল্লাশি করে ৭১টি প্যাকেট থেকে বিভিন্ন প্রকার রুপার অলংকার জব্দ করে।