রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, যারা রেললাইনে আগুন দিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, বহিরাগত।
ঘটনার একদিন পর সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক সাত্তার এ কথা বলেন।
ভিসি বলেন, ‘আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে বোঝানোর চেষ্টা করেছি এবং সমস্যা সমাধানের জন্য কাজ করছি।’
তিনি বলেন, ‘আমরা ছাত্রদের তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছি। কর্তৃপক্ষ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে।’
তিনি আরও বলেন, ক্যাম্পাসে ঘোরাঘুরির সময় শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
অধ্যাপক গোলাম সাব্বির জানান যে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা কাজ করছেন।
আরও পড়ুন: ৯২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি,রাবি কর্তৃপক্ষের মামলা
তিনি বলেন, মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
ভিসি বলেন, ‘শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের গুলি করতে বলেনি।’
ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের জেরে রবিবার রাতে একদল যুবক রেললাইনে আগুন ধরিয়ে দেয়ায় রাজশাহী ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অন্যদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল করিম জানান, এদিন রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কাছে শিক্ষার্থীরা রেললাইনে আগুন দেয়।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।
শনিবার স্থানীয়রা ও পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ছাড়া ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে এবং ভবনে তালা ঝুলিয়ে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি নিয়ে স্লোগান দেন, বিচারের দাবি জানান।
রাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের হামলার বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে সব শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা এসব দাবির মধ্যে ছিল।
আরও পড়ুন: ‘স্থানীয় ও পুলিশের হামলার’ প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত