সম্পূর্ণরূপে যুক্তরাজ্য অনুমোদিত টিকা দেয়া বাংলাদেশি নাগরিকদের সোমবার থেকে দেশটিতে যাওয়ার পর আর আইসোলেশনে থাকতে হবে না।
কারণ ব্রিটিশ সরকার বাংলাদেশকে কোভিড ভ্যাকসিনেশনের অনুমোদিত প্রমাণ সহ দেশের তালিকায় যুক্ত করেছে যা ১১ অক্টোবর থেকে কার্যকর হবে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন,‘এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন’।
আরও পড়ুন: বাংলাদেশকে ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ
তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন এবং অপরিহার্য ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাই কমিশনের ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলও এই সিদ্ধান্ত।
‘সোমবার (১১ অক্টোবর) ভোর চারটা থেকে, যুক্তরাজ্য অনুমোদিত ভ্যাকসিন নেয়া বাংলাদেশি নাগরিকদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন এবং প্রস্থান-পূর্ব কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না।’
তবে প্রাসঙ্গিক বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ভ্যাকসিনেশন সার্টিফিকেট সকল ভ্রমণকারীদের জন্য প্রমাণ হিসাবে প্রয়োজন।
আরও পড়ুন: ম্যালেরিয়ার টিকা অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
যে ভ্রমণকারীরা যুক্তরাজ্য অনুমোদিত টিকার পুরোপুরি ভ্যাকসিন গ্রহণ করেন নি, তাদের ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে অবস্থান করতে হবে, এবং তাদের দুই দিন এবং চার দিনে করোনা পরীক্ষা করা উচিত।