বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার বিশ্বে প্রথম ম্যালেরিয়া টিকার অনুমোদন দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রিয়েসাস জেনেভায় এক সংবাদ সম্মলনে বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’ এর আগে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার দুটি বিশেষজ্ঞ কমিটি এই টিকাকে ছাড়পত্র দেয়ার সুপারিশ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক ডা. মাতশিদিসো মোয়েতিও বলেন, ‘আজকের এই ঘোষণা আফ্রিকা মহাদেশের জন্য আশোর অলো। আমরা আশা করি এই টিকার মাধ্যমে আরও অনেক আফ্রিকান শিশু ম্যালেরিয়া থেকে রক্ষা পাবে এবং সুস্থ প্রাপ্তবয়স্ক হবে।’
পড়ুন: ব্যাপক ভ্যাকসিনেশনের হার বিভিন্ন ভ্যারিয়েন্টের ঝুঁকি কমাতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডব্লিউএইচও জানায়, ২০১৯ সাল থেকে ঘানা, কেনিয়া ও মালাউয়েতে প্রায় আট লাখ শিশুর উপর এই টিকা পরীক্ষা কা হয়েছে।
মস্কিরিক্স নামে পরিচিত ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ১৯৮৭ সালে টিকা তৈরি করে।
ম্যালেরিয়ার ক্ষেত্রে এর কার্যকারিতার হার ৩০ শতাংশের মতো। এর জন্য চারটি ডোজ নিতে হবে। তারপরও বিজ্ঞানীরা বলছেন টিকাটি আফ্রিকায় ম্যালেরিয়ার বিরুদ্ধে একটি বড় প্রভাব ফেলতে পারে, যেখানে বিশ্বের ২০০ মিলিয়নেরও বেশি মানুষ আক্রান্ত এবং প্রতি বছর চার লাখ মানুষের মৃত্যু হয়।
পড়ুন: বাঘাইছড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত ৭৮, সাজেক রেড জোন
বাংলাদেশকে ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ