ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (ইউএনবি)- ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও গভীর করতে এক বছরের জন্য সম্প্রতি একটি মার্কিন লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখতে আমরা সম্প্রতি নেলসন মুলিনসকে নিয়োগ দিয়েছি। এটি একটি জিআর (সরকারি সম্পর্ক) ফার্ম।’
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাহরিয়ার আলম।
এই জিআর ফার্মের নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই স্বচ্ছ উপায়ে গভীর ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাসিক ২০ হাজার মার্কিন ডলার চুক্তিতে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: বিএনপি দেশের বিরুদ্ধে বিদেশে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে: তথ্যমন্ত্রী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর এ পদক্ষেপ নিলো সরকার।
শাহরিয়ার আলম বলেন, এটি একটি সরকারি নথি এবং আরও তথ্যের জন্য যে কেউ এটি দেখতে পারবেন।
এর আগে ২২ ফেব্রুয়ারি তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারা তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন এবং এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দেন।
আরও পড়ুন: লবিস্ট নিয়োগে খরচ করা প্রতি পয়সার হিসাব দিতে হবে বিএনপিকে: প্রধানমন্ত্রী
তিনি এও স্পষ্ট করেন যে এই বিষয়টি মোকাবিলায় তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এটা হতে পারে আইনি প্রক্রিয়ায় বা কূটনৈতিকভাবে। বাংলাদেশ সরকার এর জন্য তৃতীয় কোনো রাষ্ট্রকে জড়িত করতে চায় না।
এর আগে র্যাব এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর মার্কিন রাজস্ব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরোপ করা নিষেধাজ্ঞায় অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ।