বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ট্রাক ও যাত্রীবাহী বাসে পরপর অগ্নিসংযোগ, রেল ট্র্যাক অপসারণ, অবরোধ চলাকালীন ট্রেনের কোচে পেট্রোলবোমা হামলার কথা উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র কী মনে করছে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে কি না।
উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম উপাদান হলো নির্বাচনটি সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে এই মঞ্চ থেকে ধারাবাহিকভাবে বলতে শুনেছেন আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই।’
গত ১৩ ডিসেম্বর মিলার সব পক্ষকে সংযম বজায় রাখতে এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং এছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশে অহিংস নির্বাচন দেখতে চায়।
মোমেন বলেন, তারা অহিংস নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে না, কারণ এটা রাজনৈতিক নেতৃত্বসহ সবার আন্তরিকতা ও সদিচ্ছার উপর নির্ভর করে।