বাংলাদেশের কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাব, ঢাকা (সিএমসিডি)। রবিবার সন্ধ্যায় রাজধানীর সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে দেশের সকল মিউজিশিয়ানদের উপস্থিতিতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
একই দিনে আইয়ুব বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়। আইয়ুব বাচ্চুর স্মরণানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
সংগঠনটির সভাপতি সৈয়দ শহীদ বলেন,‘ব্যান্ড মিউজিকে বাচ্চু ভাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাচ্চু ভাইকে নিয়ে সঙ্গীত ডিপার্টমেন্ট চালু হবে। এটা আশা করতে পারি।’
সংগঠনটির উপদেষ্টা গায়ক ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া বলেন, ‘আইয়ুব বাচ্চু ভাইয়ের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি গিটার প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। শিগগিরই এ নিয়ে আমরা বিস্তারিত জানাতে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু।