প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সময় কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে তা প্রতিরোধ করতে রাইফেল নিয়ে দাঁড়ানোর বক্তব্যটি ছিল কৌতুক।
সোমবার নির্বাচন ভবনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে সিইসি এ ব্যাখ্যা দেন।
এর আগে তিনি বলেছেন, ‘আপনাদের একটি সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে। কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে রাইফেল বা অন্য তলোয়ার নিয়ে দাঁড়ানো উচিত। আপনারা দৌড়ালে, আমি কি করব? আমরা সাহায্য করব। পুলিশ ও সরকারের ওপর আমাদের কমান্ড থাকবে।’
আরও পড়ুন: কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকেও রাইফেল বা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে: সিইসি
রবিবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) একটি দলের সঙ্গে বৈঠকে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন প্রধান নির্বাচন কমিশনারের কী এতটুকু জ্ঞান নেই, যে এখনই কিন্তু পারেন আর্মস অ্যাক্টে অ্যারেস্ট করতে। ওই কথাটা যদি সত্যি হয়, তাহলে আমি কিন্তু অস্ত্র আইনে গ্রেপ্তার হই, পুলিশ এসে আমাকে একেবারে নিয়ে যাবে। একটা কথা আছে- যে এটা কী অন্তর থেকে বলা হয়েছে, নাকি কৌতুক করা হয়েছে, এগুলো বুঝতে হবে।
সিইসি বলেন, এমন সংবাদের পর আর কাজ করার মনোবল থাকে না।
আরও পড়ুন: নির্বাচনকালীন সহিংসতা প্রসঙ্গে সিইসির বক্তব্য আত্মঘাতী ও অপরিণামদর্শী: টিআইবি