দেশের অলোচিত প্রথম ইয়াবা উদ্ধার মামলায় সাজাপ্রাপ্ত আসামি এমরান হককে (৪৮) রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২০০২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পান তিনি। ২০০৪ সাল থেকে তিনি পলাতক ছিলেন বলে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান।
র্যাব সদর দপ্তরের (গণমাধ্যম শাখা) এএসপি ইমরান খান জানান, এমরান ও তার সঙ্গীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ থেকে বাংলাদেশে ইয়াবা আনতে শুরু করে। তারা মূলত রাজধানীর গুলশান, বনানী ও বনশ্রীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্র উদ্ধার, আটক ১
গ্রেপ্তার ব্যক্তিকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি।
এমরান ২০০৬ সালে বনানী থানায় মাদক মামলায় গ্রেপ্তার হন। এ মামলাটি এখনো বিচারাধীন বলে জানা গেছে।
২০০২ সালের ১৯ ডিসেম্বর গুলশানের নিকেতন এলাকার একটি বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেরোইন, ইয়াবা ও অন্যান্য নিষিদ্ধ মাদক উদ্ধার করে।
এ ঘটনায় এমরানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।