নিজের গায়ে আগুন দেয়া এক চিকিৎসকের বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
নিহত অদিতি সরকার (৩৮) মিডফোর্ড হাসপাতালের পেডিয়াট্রিক্স বিভাগের রেজিস্ট্রার।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ৫০ শতাংশ পুড়ে আহত চিকিৎসক সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, শুক্রবার বিকালে রাজধানীর হেয়ার স্ট্রিটে বাসায় অদিতি নিজের গায়ে আগুন দেন।
ওসি জানান, তিনি (অদিতি) বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের বলেছেন, তার স্বামীর সঙ্গে ঝগড়ার কারণে তিনি ক্ষোভ থেকে নিজের গায়ে আগুন দেন।
আরও পড়ুন: রাজধানীতে দন্ত চিকিৎসক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
অদিতির স্বামী প্রকৌশলী মানস মণ্ডল দাবি করেছেন, তার স্ত্রী বেশ কয়েকদিন ধরে অসুস্থ ও বিপর্যস্ত ছিলেন।
শুক্রবার বিকালে তিনি বাসায় ফিরে পাশের ঘরে অদিতির চিৎকার শুনেন এবং তার গায়ে আগুন দেখতে পান। পরে অবিলম্বে তার ওপর পানি ঢালেন বলে দাবি করেন তিনি।
তিনি জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ এ কল করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।