রাজধানীতে রবিবার একটি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অনিক হাসান (২২), নাহিদ হোসেন (১৯) ও নাদিম মোহাম্মদ সাগর (১৮)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন জানান, রবিবার ডিবির একটি দল রাজধানীর বসুন্ধরা, ভাটারা এবং কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় চুরি করা বিভিন্ন ব্রান্ডের ৪৫টি মোবাইল ফোন ও ১৫ লাখ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তা: গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
গত ৫ জুলাই বসুন্ধরার যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলার সি ব্লকের সেফা ইন্টারন্যাশনাল শো-রুমে এই চুরির ঘটনা ঘটে বলেও জানান তিনি।
পরে গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি’র ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে।
এ ঘটনায় ভাটারা থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।