রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের সিলেটি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রোমান মিয়ার ছেলে আব্দুর রহিম (৯) এবং সুনামগঞ্জের আব্দুর রশিদ মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২)। তারা চাচাতো ভাই-বোন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু
নিহত আব্দুর রহিমের বাবা রোমান মিয়া জানান, তারা কামরাঙ্গীরচর আহসানবাগ এলাকায় বোরহান মিয়ার পাঁচতলা ভবনের ছাদে থাকতেন। আজ সন্ধ্যায় তার ছেলে ও ভাতিজি ছাদে খেলছিল। ছাদে কোনো প্রকার রেলিং না থাকায় হঠাৎ করে সেখান থেকে তারা পড়ে যায় বলে জানান তিনি। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত