রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২৯ ছিনতাইকারীকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরে বাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালায় র্যাব। ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই এলাকাগুলো থেকে ছুরিসহ দেশীয় অস্ত্রসহ মোট ২৯ জন ছিনতাইকারীকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য এবং ছিনতাইয়ের জন্য বিভিন্ন দলে বিভক্ত।
অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় এক রাতে ২৫ ছিনতাইকারী গ্রেপ্তার: র্যাব
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর এপিএস আহত