রাজধানীর বংশালের আগা সাদেক সড়কের একটি বাড়িতে বিস্ফোরণের পর আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মোহাম্মদ শাহজাহান সিকদার জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধীনে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, দুটি ভবনের মাঝখানের নিচতলায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর ভবনের তিনটি দেয়াল আংশিক ধসে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
ভবনের উপরের তলায় বসবাসরত আহত ইসরাফিলের ভাগ্নে তারেক জানান, ভোর সাড়ে ৪টার দিকে ভবনের পাশে হঠাৎ বিস্ফোরণ হয়।
তিনি বলেন, আমার মামার চিৎকার শুনে আমরা পরিবারের সদস্যদের উদ্ধার করতে নিচতলায় ছুটে যাই।
তিনি বলেন, গ্যাসলাইন লিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ল ৩০ ঘর