রাজধানীর গুলিস্তান এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বাসের চাপায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মো. জাহাঙ্গীর মাতব্বরের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। বিদেশ যাওয়ার জন্য ডাক্তারি পরীক্ষা করাতে ঢাকায় এসেছিলেন তিনি।
পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, জাহাঙ্গীর রাস্তা পার হওয়ার সময় মঞ্জিল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
এদিকে শুক্রবার রাতে গুলিস্তানে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়, যার বয়স ৩০ বছর।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ১টার দিকে কয়েকজন পথশিশু তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত