হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: জাকির হোসেন ইউএনবিকে জানান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পর রবিবার বিকাল ৪টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মন্ত্রী। পরে তাকে ভোর ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে কার্ডিওলজি বিভাগের প্রধান শাকিল গফুরের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন।
আরও পড়ুন: ফরিদপুরের হাসপাতালে ১০ শয্যার বিপরীতে ১৩৫ ডায়রিয়া রোগী ভর্তি
গফুর বলেন, মন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি এখন ভালো আছেন। তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
গত ২৯ এপ্রিল ঈদ উদযাপন করতে নিজ বাড়ি লালমনিরহাট আদিতমারীতে যান নুরুজ্জামান আহমেদ। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।