রাজধানীর একটি হোটেল থেকে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরার ‘মারিনো হোটেলে’ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
আর পড়ুন: নড়াইলে গলায় কলসি বাঁধা অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
পুলিশ বলছে, মৃত ফিনলেসন ডুগাল্ড ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসে ২০ সেপ্টেম্বর থেকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ‘মারিনো হোটেলে’ অবস্থান করছিলেন।
হোটেলের কর্মীরা জানান, ডুগাল্ডের চীনা বন্ধু ডং হাও পেং তার রুমের দরজায় ধাক্কা দিলেও সকাল ১০টার দিকে কোনো সাড়া পাননি।
পরে বিকল্প চাবি দিয়ে ১০৮ নম্বর কক্ষের দরজা খুলে বাথরুমে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অসুস্থতার কারণে ওই বিদেশির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।