রাজধানীসজহ দেশের বিভিন্ন স্থানে বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬।
ঢাকা আবহাওয়া অফিসের ইলেক্ট্রনিক এসিসট্যান্ট শেখ হানিফ বলেন, সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরো কয়েকটি মৃদু প্রতিঘাত টের পাওয়া যায়। এ সময় আতঙ্কে রাজধানীসহ সারাদেশেই ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ।