রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজ এলাকায় গাড়ি মেরামতের গ্যারেজে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজের পাশে থাকা ১০ তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪ টার দিকে প্রথমে গ্যারেজে আগুন লাগে। পরে সেখান থেকে পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের বেশকিছু মালামাল পুড়ে যায়। অন্যদিকে গ্যারেজে থাকা পাঁচটি প্রাইভেটকার পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানার, ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় দুই ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গ্যারেজে আগুনে লেগে পাঁচটি কার পুড়ে যায়। পরে সেখান থেকে পাশের ১০ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির দুই তলায় থাকা একটি রেস্টুরেন্ট পুড়ে যায়।
তিনি আরও জানান, ভবনটির ফ্ল্যাটগুলোতে তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আগুনের ধোঁয়ায় একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন