সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালগুলোতে শয্যা সংকটের পাশাপাশি ভেন্টিলেটরের তীব্র সংকট রয়েছে। এই পরিস্থিতিতে শনিবার রাতে নয়াদিল্লি থেকে আসছে ২৫০ ভেন্টিলেটর। এতে সংকট কিছুটা কাটবে বলে আশা করা হচ্ছে।
রাত সাড়ে ৮ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এই ভেন্টিলেটরগুলো গ্রহণ করবেন।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ভারত থেকে ২০০ মেট্রিক টন অক্সিজেন আসছে
বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি: দোরাইস্বামী