রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাফাত নাঈম নাফিকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এনআর ছাত্রাবাসের মালিক নাজমুল এবং একই ছাত্রাবাসের দুই ছাত্র লোবান ও শরিফুল। লোবান ও শরিফুল ভর্তি পরীক্ষার্থী বলে জানা গেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিকে ছুরিকাঘাতের ঘটনায় নাফির বন্ধু শরীফ বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত: দোষীদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতে একটি মেসে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
এর আগে বুধবার রাতে এনআর ছাত্রাবাস নামের একটি হোস্টেলে রাবি শিক্ষার্থী সাফাত নাঈম নাফিকে ছুরিকাঘাত করে স্থানীয় দুর্বৃত্তরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে পাঠানো হয়।