রাজধানীর রামপুরা এলাকায় একটি গোডাউনে আগুনে পুড়ে দগ্ধ ৫০ বছর বয়সী এক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মো. হেলাল উদ্দিনের বাড়ি রাজবাড়ী জেলায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ৮৫ শতাংশ দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন হেলাল উদ্দিন রবিবার দুপুর দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার সকালে রামপুরা এলাকার বউ বাজার মাটির মসজিদের কাছে একটি স্ক্র্যাপ গোডাউনে ট্রাকে মালামাল বোঝাই করার সময় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হন।
আরও পড়ুন: ফুলবাড়িয়া বাজারের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- মো. ইউসুফ (৫০), মো. সিদ্দিক (৫০), নূর নবী (৫১) ও নাদের (৪৫)। সবাই গোডাউনের শ্রমিক।
আহতদের মধ্যে সিদ্দিক ৫৪ শতাংশ, নূর নবী ৪২ শতাংশ এবং নাদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন