রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় বাসের হেল্পারকে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরের এএসপি (সহকারী পরিচালক মিডিয়া উইং) ইমরান খান জানান, আটক ব্যক্তি হলেন গ্রিন অনাবিলের অভিযুক্ত বাসের হেলপার চাঁন মিয়া।
মঙ্গলবার ভোররাতে সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
আরও পড়ুন: রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, ৮ বাসে আগুন
এর আগে সোমবার রাত পৌনে ১১টার দিকে রামপুরা বাজার এলাকার বেটার লাইফ হাসপাতালের কাছে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ও একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাইনুদ্দিনকে একটি বাস চাপা দেয়।
মাইনুদ্দিনের মৃত্যুতে বিক্ষুব্ধ জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে। এসময় আটটি বাসে আগুন দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী আজিজুল হক বলেন, ওই শিক্ষার্থী রাইদা বাস থেকে রামপুরা বাজার এলাকায় নেমেছিল। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে গ্রিন অনাবিল নামে বেপরোয়া গতির আরেকটি বাস এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে ঘটনাটি কীভাবে ঘটেছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: নটর ডেম কলেজছাত্রের মৃত্যু: ময়লার গাড়ির মূল চালক গ্রেপ্তার
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও বাসে আগুন দিয়েছে। ঘটনাটি আদৌ কীভাবে ঘটেছে পুলিশ তা জানার চেষ্টা করছে।
এদিকে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, চাপা চেয়া বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান ইউএনবিকে বলেন, আটটি বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভাতে নিয়োজিত ছিলো।