বিজিবি'র রামু ব্যাটালিয়ন পৃথক দুটি অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার কলঘর নামক স্থানে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এসময় এক জনকে আটক করা হয়।
আরও পড়ুন: বিমানবন্দরে পেটের ভেতর থেকে মিলল দুই হাজার পিস ইয়াবা!
আটক আসামিকে জব্দ মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
অপর এক অভিযানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে প্রচুর পরিমাণে ইয়াবা পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক জনকে আটক করা হয়।
আরও পড়ুন: মীরসরাইয়ে ইয়াবা জব্দ, দম্পতি আটক