ক্রিস্টাল মেথ
সেন্টমার্টিনে দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ৭
টেকনাফের সেন্টমার্টিনে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৮৩ বোতল বিদেশি মদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড সদস্যরা।
বুধবার (১৪ আগস্ট) টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরবর্তী সাগরে একটি নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেলেও তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ২৮১ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ৩
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, টেকনাফের সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন অদূরবর্তী সাগরে মিয়ানমারের দিক থেকে আসা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামতে বলা হয়। কিন্তু চালক নৌকা না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে। সেসময় তল্লাশি চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। নৌকায় থাকা সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্র জব্দ, আটক ৪
২ মাস আগে
কক্সবাজারে লবণবোঝাই ট্রাকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, আটক ২
কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টে লবণবোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের হোতাসহ ২ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে রামু মরিচ্যা চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফের জাহাজপুরা মহেশখাইল্লা পাড়ার ট্রাকচালক হোসাইন আহমদ ও হেলপার হারুন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ২.৬০ লাখ ইয়াবা ও ১.০৫ কেজি ক্রিস্টাল মেথ জব্দ: বিজিবি
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ থেকে ছেড়ে আসা লবণবোঝাই ট্রাক করে একটি মাদকের চালান পাচার হচ্ছে। এমন খবরে বিজিবির আভিযানিক দল আইসের মূলহোতা ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে বিশেষ কায়দায় লুকায়িত বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। যার পরিমাপ ১৮ কেজি ২০০ গ্রাম।
জব্দ আইসের মূল্য আনুমানিক ৯০ কোটি টাকা বলে উল্লেখ করেন এই বিজিবি কর্মকর্তা।
বিজিবি’র এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকারোক্তি দিয়েছেন- আইসের এটি সর্বোচ্চ চালান ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগতব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: টেকনাফ থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিস্টাল মেথের চালান জব্দ: বিজিবি
১০ মাস আগে
কক্সবাজারে ২.৬০ লাখ ইয়াবা ও ১.০৫ কেজি ক্রিস্টাল মেথ জব্দ: বিজিবি
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও এক দশমিক ০৫৯ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিজিবি-২ এর একটি দল নাফ নদীর ধারে ৪ জন ব্যক্তিকে কয়েকটি ব্যাগ নিয়ে যেতে দেখলে দাওয়া করেন।
পরে বিজিবি সদস্যরা ব্যাগগুলো থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৯৬টি স্বর্ণের বার জব্দ, আটক ১
অপর একটি ঘটনায় একই বিজিবি দল জালিয়াপাড়া পার হওয়ার সময় এক ব্যক্তিকে ধাওয়া করে।
পরে বিজিবি সদস্যরা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ দশমিক ০৫৯ কেজি ক্রিস্টাল মেথ ও ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন: কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ
১১ মাস আগে
ঢাকায় ক্রিস্টাল মেথসহ বাসচালক-হেলপার আটক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (বরফ)সহ এক বাস চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আল আমিন নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মঙ্গলবার বিকালে যাত্রাবাড়ীর আলকারিম হাসপাতালের সামনে সহকারী পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ রিফাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।এসময় তাদের কাছ থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, মাদক চোরাচালান চক্রের প্রধান ও টেকনাফের ক্রিস্টাল মেথের প্রধান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হোসেন এবং তার সহযোগী মেহেদী হাসান।
সেন্টমার্টিন পরিবহনের বাসচালকের ছদ্মবেশে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় ক্রিস্টাল মেথের ব্যবসা করতেন জাহাঙ্গীর আলম হোসেন।
জাহাঙ্গীর ২০১৫ সাল থেকে ইয়াবা ব্যবসা করে আসছেন এবং ২০২০ সাল থেকে ক্রিস্টাল মেথ চোরাচালানের সঙ্গে জড়িত।
আরও পড়ুন: বাঁশখালীতে মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে রিকশাচালক খুন
এর আগে সে টেকনাফ সীমান্ত থেকে ঢাকায় মাদক সরবরাহ করত। পরে সে নিজেই এ ধরনের চোরাচালান করার জন্য একটি চক্র গঠন করে বলে জানান আল আমিন।
উচ্চমূল্যের কারণে ক্রিস্টাল মেথ চোরাচালান ও বিক্রির জন্য তিনি একটি পৃথক সিন্ডিকেটও গঠন করেন। সে তার সহযোগী মেহেদীর মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে মাদক পাচার করত।
ওই কর্মকর্তা জানান, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরকে চারবার আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে আটক ৬০
১ বছর আগে
টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
কক্সবাজারের টেকনাফে প্রায় ১১ কোটি ৪৬ লাখ টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার এ তথ্য জানান।
শেখ খালিদ মো. ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীতে অভিযানে যায় বিজিবির একটি অভিযানিক দল। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে নৌকায় করে বেরীবাধ এলাকার দিকে যেতে দেখে তার পিছু নেয় বিজিবি।
তিনি বলেন, বিপদ টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তি পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা ১১ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের দুই দশমিক ১১ কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আরও পড়ুন: কক্সবাজারে ১৩ কোটি টাকার মাদক জব্দ বিজিবির
অক্টোবরে ৯৮ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
চোরাচালানে বাধা দেয়ায় বিজিবি সদস্যকে ট্রাকচাপায় দেয়ার অভিযোগ!
১ বছর আগে
কক্সবাজারে ৪ কেজি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে রবিবার অভিযান চালিয়ে চার কেজির বেশি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, খবর পেয়ে বিজিবি-২ এর একটি দল ভোর ৫টার দিকে মিয়ানমার থেকে ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারি জালিয়ার দ্বীপের দিকে যাওয়ার পথে একটি নৌকাকে আটক করে।
আরও পড়ুন: কক্সবাজারে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ জব্দ
তবে পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে উক্ত নৌকা থেকে ২৫ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, ইয়াবা ও ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করে বিজিবি সদস্যরা।
২ বছর আগে
কক্সবাজারে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার পৃথক অভিযানে এক কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (আইস), ১৪৩ বোতল মদ ও ৫০ কেজি সুতোর জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টহলরত বিজিবি-২ এর একটি দল বুধবার দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে জালিয়ার দ্বীপে আসা দুই চোরাকারবারিকে বাংলাদেশে আসতে দেখে। টহলদল ওই চোরাকারবারিদের দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। বিপদ টের পেয়ে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে তাৎক্ষণিক পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে নৌকা থেকে পাঁচ কোটি ২৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৫০ কেজি জাল জব্দ করে বিজিবি সদস্যরা।
অন্যদিকে কারিঙ্গাঘোনায় পৃথক অভিযানে বৃহস্পতিবার ভোররাতে বিজিবি-টেকনাফ ব্যাটালিয়নের একটি দল ৬-৭ জন চোরাকারবারিকে বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে নিকটবর্তী একটি গ্রামে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা বস্তা থেকে দুই লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৪৩ বোতল বিষাক্ত মদ জব্দ করে। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বিলুপ্তপ্রায় অজগর উদ্ধার বিজিবি’র
জানুয়ারি থেকে ৩৩৫ কোটি টাকার মাদক উদ্ধার বিজিবির
২ বছর আগে
টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের টেকনাফ থেকে রবিবার দিবাগত রাতে এক কেজি ছয় গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (ক্রিস্টাল মেথ) ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ২২ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
আটক মো. সাকের আলী টেকনাফের বি ব্লকের ২৫ মোচনী রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালু মিয়ার ছেলে।
আরও পড়ুন: টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার, মিয়ানমারের ২ নাগরিক আটক
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি-২ এর একটি টহল দল রাত সোয়া ১২টার দিকে টেকনাফের জাদিমোরা ওমর খাল এলাকায় অভিযান চালিয়ে সাকেরকে আটক করে।
আরও পড়ুন: কক্সবাজারে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ জব্দ
এ সময় বিজিবি সদস্যরা তার কাছ থেকে এক কেজি ছয় গ্রাম ক্রিস্টাল মেথ এবং পাঁচ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২ বছর আগে
জানুয়ারি থেকে ৩৩৫ কোটি টাকার মাদক উদ্ধার বিজিবির
চলতি বছর এ পর্যন্ত কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ক্রিস্টাল মেথসহ ৩৩৫ কোটি ৭৮ লাখ টাকার মাদক উদ্ধার এবং ৪৩৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ছয় দশমিক ৯ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে বলে জানিয়েছে বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৩৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসেন কবিরের নেতৃত্বে একটি টহল দল উখিয়া কোরবুনিয়া এলাকায় ইয়াবার গডফাদার ইকবাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার ব্যবসায়ীকে আটক করে।
আরও পড়ুন: মার্চ মাসে ১১৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
পরে তারা বিজিবির রেজুপাড়ারেজু ও গর্জনবুনিয়া সীমান্ত ফাঁড়ির আওতাধীন গভীর বনাঞ্চল থেকে আরও ছয় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবির একটি পৃথক টহল দল রেজুপাড়া সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানুয়ারি থেকে বিজিবি কক্সবাজার, টেকনাফ, রামু ও নাইক্ষংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লাখএক হাজার ২৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৩ দশমিক ৫৫ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বলে বিজিবি তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আরও পড়ুন: মাদক পাচার বন্ধে বিজিবি-বিএসএফের ঐক্যমত
জানুয়ারি মাসে ২১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
২ বছর আগে
টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার, মিয়ানমারের ২ নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ থেকে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালে উপজেলার জালিয়ারদ্বীপের নাফ নদী থেকে তাদের আটক করা হয়।
উদ্ধার করা ক্রিস্টাল মেথ ও ইয়াবার মূল্য সাত কোটি ৯৭ লাখ টাকা।
আরও পড়ুন: কক্সবাজারে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ জব্দ
আটক ব্যক্তিরা হলেন- সিরাজ উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ (২২) এবং আব্দুল গণির ছেলের মো. রফিক (২৩)। তারা দুজনই মিয়ানমারের মংডু জেলার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল নাফ নদীতে একটি নৌকা আটকে দুই মাদকব্যবসায়ীকে আটক করে।
আরও পড়ুন: টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১
তিনি বলেন, ‘মাদক কারবারিরা নদীতে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা ও এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করে বিজিবি সদস্যরা।’
২ বছর আগে