ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়ার পক্ষে যোগ দিতে চান অনেক বাংলাদেশি। কিন্তু ঢাকাস্থ রুশ দূতাবাস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার পরিচালিত বিশেষ সামরিক অভিযানে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবকদের যোগদানের কোনো প্রয়োজন নেই। পরিকল্পনা অনুযায়ী অভিযান চলছে।
বৃহস্পতিবার বাংলাদেশে রাশিয়ার দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অসংখ্য চিঠি পেয়েছে। যারা ইউক্রেন ও ডনবাসের ‘মুক্তি আন্দোলনে’ ‘অবৈতনিক ভাবে’ অবদান রাখতে তাদের ইচ্ছা প্রকাশ করেছে।
দূতাবাস জানিয়েছে, ‘আমরা বাংলাদেশি জনগণের এই মহৎ আকাঙ্ক্ষার প্রশংসা করি। তবে, সফলভাবে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের সঙ্গে সঙ্গে পরিকল্পনা অনুযায়ী বিশেষ সামরিক অভিযান চলছে।’
আরও পড়ুন: রাশিয়ান প্রকল্পে আর্থিক লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার: পররাষ্ট্র সচিব
মিত্র ডোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুগানৎস্ক পিপলস রিপাবলিককে সাহায্য করার পাশাপাশি ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীকে রক্ষা করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে।
রাশিয়ার পক্ষ থেকে অভিযানে যোগ দিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাসেবকদের যুদ্ধের অঞ্চলে যাওয়ার জন্য সহায়তা করার ব্যাপারে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এর প্রস্তাবিত উদ্যোগকে ১১ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুমোদন করেছেন।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য বিকল্প মাধ্যমে চেষ্টা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী