পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।
তিনি বলেন, ‘এটি আইনি প্রক্রিয়ায় আছে। আমরা তা অনুসরণ করছি।’
মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়া একটি সময়সাপেক্ষ বিষয়।
মোমেন বলেন, ‘তবে আমরা রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। আমাদের বিশ্বাস আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আমরা ওই ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে পারব।’
এর আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরেক খুনিকে দেশে ফিরিয়ে এনেছিল বলে পররাষ্ট্রমন্ত্রী এসময় উল্লেখ করেন।
আরও পড়ুন: রাশেদ চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান অব্যাহত থাকবে: শাহরিয়ার
জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী