পাকিস্তান, মিশর, ভ্যাটিকান সিটি ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রদূতেরা হলেন- পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি, ভ্যাটিকান সিটির অ্যাপোস্টলিক নুনসিও কেভিন রান্ডাল এবং শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোদি।
সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’- নীতিতে বিশ্বাসী এবং বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়।
রাষ্ট্রপতি বলেন, গত দেড় দশকে দেশে যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আইসিটিসহ বিভিন্ন খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে।
তিনি বাংলাদেশকে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের রোল মডেল হিসেবেও অভিহিত করেন।
আরও পড়ুন: ডেনমার্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির