রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজরা ডি অলিভেইরা জুনিয়র ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতকালে বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ ও ব্রাজিল তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করতে পারে।
তিনি দুই দেশের মধ্যে আরও দ্বিপক্ষীয় সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।
পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ
প্ল্যাটিনাম জয়ন্তীতে রাণী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা