মরক্কোয় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাদাত হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
বৈঠকে হামিদ মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ১৫ আগস্ট: বঙ্গভবনে জাতির পিতার দোয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি
প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে নতুন রাষ্ট্রদূত মরক্কোর সাথে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।
এসময় নতুন রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।